পৃথিবীর সর্বত্র পুরুষ শাষিত সমাজে ব্যবস্থায় নারীর কোন অধিকার স্বীকৃত ছিল না। মৌলবাদী রক্ষনশীল গোষ্ঠীর যৌথ চক্রান্তে নারী সমাজ সামাজিক -রাজনৈতিক -ধর্মীয় -শিক্ষা প্রভৃতি সকল অধিকার থেকে বঞ্চিত হয়ে রয়েছে বহু যুগ ধরে ।পৃথিবীর বিভিন্ন সময় মনীষীরা নারীশক্তি জাগরনের চেষ্ঠা করেছিলেন এবং কম-বেশী সফল হয়েছেন।
নারীমুক্তির জন্য লোককবিদের একটি বিশেষ ভূমিকা গ্রহন করেছিলেন ।কৌটিল্য প্রথা, পনপ্রথা এবং বিধবাবিবাহ -এই ধরনের সামাজিক সমস্যাবলী নিয়ে কবিগন জনসাধারণকে সচেতন করে সমাজ প্রগতির পথ দেখিয়েছেন ।কবি হরি আচার্যের বিধবা বিবাহের একটি গানে আছে -'ভারতে বিধবার উপর চিরদিন ভীষন অত্যাচার।.... পুরুষে যাতা করে,... /যদি বিধবার বিবাহ হইতে দূরে হইত দেশের মনস্তাপ, /ঘুচত বিধবার বিলাপ "(পুর্ববঙ্গের কবিগান সংগ্রহ ও পর্যালোচনা) পনপ্রথা নারী সমাজের যুগ যুগান্তের অভিশাপ। সমাজে তাদের যে কোন মান -সন্মান আত্ম-মর্যাদাবোধ আছে তাই স্বীকার করে না পুরুষ শাসিত সমাজ। পন্য বলে বিবেচিত হয় তারা।
বর্তমান সমসাময়িক সমস্যাবলী ও তার প্রতিকার কল্পে, সাধারণ জনগনকে সচেতন রাখতে ও সমাজ অগ্রসরনে লোককবিদের ভূমিকা অনস্বীকার্য। জন্মনিয়ন্ত্রণ, হামের টীকা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য, যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে, স্বরোজগার যোজনা, ইন্দিরা আবাস যোজনা, জহর যোজনা, প্রভৃতি বিষয় অবলম্বন করে লোককবিগন আসরে গান পরিবেশন করে জল সাধারণকে সুন্দরভাবে সেই বিষয়ে অবহিত করে থাকেন। তাই বলা হয়- kobi Song is the best media. সবচেয়ে ভালো গনমাধ্যম /এই যে কবি গান। /ইহা সহজ -সরল সুন্দরভাবে /উভয় পক্ষের আদান -প্রদান "(লোককবি সুরেন্দ্রনাথ সরকার)। সামগ্রিক বিচারে বলা য়ায় ধর্মতত্ত্ব ও অধ্যাত্ম দর্শন নিয়ে যেমন লোককবিরা গান রচনা ও পরিবেশনা করেছেন তেমনি সমাজে চীরনিপিড়িত নারীদের সমাজের উর্দ্ধমুখী ধারার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তাদের গানের মধ্যে দিয়ে।এর ফলস হিসেবে সমাজের বহুক্ষেত্রে নারী অভ্যুত্থান সম্ভব হয়েছিল এরং সমাজ সংস্কার ও সমাজ প্রগতির পখে জনমানুষকে চালনা করতে বৈপ্লবিক ভূমিকা পালন করে।
নারীমুক্তির জন্য লোককবিদের একটি বিশেষ ভূমিকা গ্রহন করেছিলেন ।কৌটিল্য প্রথা, পনপ্রথা এবং বিধবাবিবাহ -এই ধরনের সামাজিক সমস্যাবলী নিয়ে কবিগন জনসাধারণকে সচেতন করে সমাজ প্রগতির পথ দেখিয়েছেন ।কবি হরি আচার্যের বিধবা বিবাহের একটি গানে আছে -'ভারতে বিধবার উপর চিরদিন ভীষন অত্যাচার।.... পুরুষে যাতা করে,... /যদি বিধবার বিবাহ হইতে দূরে হইত দেশের মনস্তাপ, /ঘুচত বিধবার বিলাপ "(পুর্ববঙ্গের কবিগান সংগ্রহ ও পর্যালোচনা) পনপ্রথা নারী সমাজের যুগ যুগান্তের অভিশাপ। সমাজে তাদের যে কোন মান -সন্মান আত্ম-মর্যাদাবোধ আছে তাই স্বীকার করে না পুরুষ শাসিত সমাজ। পন্য বলে বিবেচিত হয় তারা।
বর্তমান সমসাময়িক সমস্যাবলী ও তার প্রতিকার কল্পে, সাধারণ জনগনকে সচেতন রাখতে ও সমাজ অগ্রসরনে লোককবিদের ভূমিকা অনস্বীকার্য। জন্মনিয়ন্ত্রণ, হামের টীকা, গর্ভবতী মায়ের স্বাস্থ্য, ব্যবসা-বানিজ্য, যুদ্ধের বিরুদ্ধে শান্তির স্বপক্ষে, স্বরোজগার যোজনা, ইন্দিরা আবাস যোজনা, জহর যোজনা, প্রভৃতি বিষয় অবলম্বন করে লোককবিগন আসরে গান পরিবেশন করে জল সাধারণকে সুন্দরভাবে সেই বিষয়ে অবহিত করে থাকেন। তাই বলা হয়- kobi Song is the best media. সবচেয়ে ভালো গনমাধ্যম /এই যে কবি গান। /ইহা সহজ -সরল সুন্দরভাবে /উভয় পক্ষের আদান -প্রদান "(লোককবি সুরেন্দ্রনাথ সরকার)। সামগ্রিক বিচারে বলা য়ায় ধর্মতত্ত্ব ও অধ্যাত্ম দর্শন নিয়ে যেমন লোককবিরা গান রচনা ও পরিবেশনা করেছেন তেমনি সমাজে চীরনিপিড়িত নারীদের সমাজের উর্দ্ধমুখী ধারার মধ্যে নিয়ে আসার চেষ্টা করেছিলেন তাদের গানের মধ্যে দিয়ে।এর ফলস হিসেবে সমাজের বহুক্ষেত্রে নারী অভ্যুত্থান সম্ভব হয়েছিল এরং সমাজ সংস্কার ও সমাজ প্রগতির পখে জনমানুষকে চালনা করতে বৈপ্লবিক ভূমিকা পালন করে।
No comments:
Post a Comment